নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিবে ওয়াদুদ ভূঁইয়া স্কলারশীপ ট্রাস্ট (ডব্লিউবিএসটি)। বুধবার (০৬ ডিসেম্বর) সকালে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডাঃ ওয়াদুদুজ্জামান জানান, চলতি বছরে (২০২৩) অনুষ্ঠিত এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা ৮৫ ভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বৃত্তি প্রদান করবে ট্রাস্ট। এ উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর কালীগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানো হয়, ২০২৩/২৪ শিক্ষাবর্ষে উচ্চতর পড়াশোনার জন্য ভর্তি হতে ইচ্ছুক এমন কালীগঞ্জ উপজেলার ১০ জন কৃতী মেধাবী শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি প্রদান করা হবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। ১০ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দুইজনকে চিকিৎসায় এবং ৮ জনকে তথ্য প্রযুক্তি বিষয়ে বিশেষ বৃত্তি প্রদান করা হবে। তবে অবশ্যই শিক্ষার্থীদের ৮৫ ভাগ নাম্বার পেয়ে উত্তীর্ন হতে হবে। এ ক্ষেত্রে শুধু কালীগঞ্জে বসবাসকারী বা কালীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরতরাই না, কালীগঞ্জের বাসিন্দা কিন্তু দেশের অন্য কোন জেলা বা উপজেলায় বসবাস ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এবং তারা আবেদনের জন্য যোগ্যতা সম্পন্ন, তারাও এর আওতায় আসতে পারবেন বা আবেদন করতে পারেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ বা WWW.WBST-BD.ORG এ ভিজিট করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়। এছাড়াও পরবর্তী বছরগুলোতে বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রতি ডিসেম্বরের প্রথম শুক্রবারের পরিবর্তে শনিবারে অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।