জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সকল রিসোর্ট মালিক ও প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(অপারেশন) সঞ্জয় সাহা প্রমুখ।
এ সময় ইউএনও উপস্থিত সকল রিসোর্ট মালিক ও প্রতিনিধিদের ভূমি ব্যবহার সংক্রান্ত বিভিন্ন আইন, পরিবেশ আইন, ১৯৯৫; কোম্পানি আইন, ১৯৯৪ ; বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন, ২০১৪ ইত্যাদির ক্ষমতাবলে অতিসত্ত্বর হাল লাইসেন্স ও নামজারি করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ইউএনও বেশ কিছু রিসোর্টের বিরুদ্ধে অবৈধভাবে নিরীহদের জমি দখল, মাদক সরবরাহসহ অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগের বিষয়েও সতর্ক করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।