জুমবাংলা ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে আজ বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ টি মামলায় ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বাসসকে বলেন, চান্দিনা উপজেলা সদরে ব্যস্ততম সড়কের অবাধে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে দোকান-পাট, সড়কের উপরে অবৈধ সিএনজি, মোটর সাইকেল, অটোরিকশা পার্কিং করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৭ টি মামলায় ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে চান্দিনা থানার এসআই মো. লতিফুর রহমান, এ এস আই মো কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করেন। সূত্র: বাসস