কুড়িগ্রাম প্রতিনিধি: পোকায় ধরা নিম্নমানের গো-খাদ্য বিক্রি এবং পন্যের গায়ে আমদানিকারক ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার অপরাধে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) বিকালে উপজেলার উলিপুর বাজারে বাজার তদারকি অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার উলিপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় আমদানিকৃত পন্যের গায়ে আমদানিকারক, সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় উলিপুর বাজারের রূপসী বাংলা কসমেটিকস এর মালিক মোঃ খোরশেদ আলম বাবুলকে ৩ হাজার টাকা এবং ভেজাল ও পোকায় ধরা নিম্নমানের গো-খাদ্য বিক্রয়ের অপরাধে একই বাজারের ভাই ভাই স্টোরের মালিক আবু সাঈদকে ২০ হাজার টাকাসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভাই ভাই স্টোর থেকে ৪৭ বস্তা ভেজাল গো-খাদ্য জব্দ করে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ এএফএম শাহরিয়ার তালুকদার, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলামসহ উলিপুর থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।