কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মুক্তিপণের উদ্দেশ্যে এক যুবককে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের মামা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ অপহৃতকে উদ্ধার এবং তিন নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃত যুবকের নাম হোসেন আলী। তিনি নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, অপহৃত যুবক হোসেন আলীর সাথে আসামী মুন্নি পারভীন পূর্ব পরিচিত হওয়ায় মুন্নি পারভীন হোসেন আলীকে দেখা করার জন্য রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় জেলা স্টেডিয়ামের সামনে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয়।
এসময় তার সঙ্গী অন্যান্যরা জোরপূর্বক হোসেন আলীকে মোটরসাইকেলে তুলে সদর উপজেলার টাপু ভেলাকোপা এলাকায় নিয়ে যায়।
পরবর্তীতে অপহরণকারীরা হোসেন আলীকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মামা বেলাল হোসেনকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। বেলাল হোসেন তার ভাগিনা হোসেন আলীকে উদ্ধারে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা চায়।
বিষয়টি কুড়িগ্রাম সদর থানা পুলিশ অবহিত হয়ে রবিবার সন্ধ্যা ৬টায় টাপু ভেলাকোপা এলাকা থেকে অপহৃত হোসেন আলীকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত তিন নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করে। অপহরণকারীদের বাড়ি কুড়িগ্রাম সদরের তাঁতীপাড়া ও যতিনেরহাট এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত যুবক হোসেন আলী বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, অপহরণের ঘটনায় অজ্ঞাতনামা ৩ জনসহ ১০ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।