জুমবাংলাে ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে শুরু হলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন প্রাঙ্গণে ৪টি চারা গাছ রোপন করে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান।
কালীগঞ্জ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন।
এ সময় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মু. নাজমুল ইসলাম, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক ও সাংবাদিক আব্দুর রহমান আরমান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এরশাদ উল্লাহ, কেকেএস’র সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদ, সহ-সভাপতি সিরাজুল হক খোকন, দফতর সম্পাদক আশরাফুল হক সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কালীগঞ্জ কল্যাণ সংস্থার নিয়মিত কর্মসূচির একটি অংশ বৃক্ষরোপণ। ২০১৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ইতিমধ্যে স্কুল, মাদ্রাসা, মসজিদ, গির্জা, মন্দিরসহ বিভিন্ন রাস্তার পাশে ফলজ, বনজ, ঔষধি ও তাল গাছের ১৫ হাজার চারা রোপন করা হয়েছে। ২০ হাজার চারা গাছ রোপণ করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও এ কর্মসূচি শুরু হলো আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে। এ বছর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, গির্জা, মন্দিরসহ বিভিন্ন রাস্তার পাশে রোপণ করা হবে ৫ হাজার চারা গাছ। তারই অংশ হিসেবে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।