কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন ৩২ ভারতীয়

ভারত

জুমবাংলা ডেস্ক: মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ৩২ ভারতীয়। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই বছরজুড়ে পরিকল্পনা করেছেন বলে জানান এই ভারতীয়রা।

তারা জানান, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা ১২ দিন আগে বাংলাদেশে আসেন। কুমিল্লা ও ঢাকার দর্শনীয় স্থান ও মন্দির ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলেও জানান তারা।

ভারত
ছবি-সংগৃহীত

এর আগে, আজ রাত ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অমর একুশের ঐতিহাসিক অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানোর সময় রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির দিকে এগিয়ে যান।

রাষ্ট্রপতি প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পর পরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ব্যক্তিগতভাবে এবং দলবদ্ধ হয়ে একের পর এক সংগঠন, প্রতিষ্ঠান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এবার হজ পালনে হাজীদের মানতে হবে যে ৪ শর্ত