
জুমবাংলা ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকার আনোয়ার সিটি থেকে বিপুল পরিমাণ নকল প্যারাসুট ও কুমারিকা তেল জব্দ করা হয়েছে। খবর ইউএনবি’র।
এ ঘটনায় বুধবার রাত ৯টায় পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হোসেন।
Advertisement
এর আগে বিকালে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের নকল তেল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এক কারখানায় অভিযান চালিয়ে নকল তেল জব্দসহ চার শ্রমিক ও পণ্যবাহী ট্রাক আটক করে। পরে ভেজাল ও নকল পণ্যগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলে আদালত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।