নিজস্ব প্রতেবদক, গাজীপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থীতা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুই আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরসহ বেশ কয়েকটি জেলার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, গাজীপুর-২ আসনে (গাজীপুর সদর ও টঙ্গী) বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর-৩ আসনে (সদর দক্ষিণ ও শ্রীপুরের অংশ) দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়ন পেয়েছেন।
গাজীপুর-৪ আসনে (কালিয়াকৈর ও শ্রীপুরের অংশ) প্রার্থী হয়েছেন প্রয়াত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের ছেলে, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
আর গাজীপুর-৫ আসনে (কালীগঞ্জ, কাপাসিয়া ও টঙ্গীর অংশবিশেষ) মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
তবে গাজীপুর-১ (কালীগঞ্জ ও কাপাসিয়ার অংশবিশেষ) এবং গাজীপুর-৬ (কালিয়াকৈরের অংশবিশেষ ও কালীগঞ্জের অংশবিশেষ) আসনের প্রার্থীতা এখনো ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্র জানায়, এই দুই আসনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে এখনো আলোচনার মধ্যে রয়েছে বিএনপির উচ্চপর্যায়। শিগগিরই বাকি আসনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ায় মাঠপর্যায়ে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে। ইতিমধ্যে ঘোষিত চার প্রার্থী নিজ নিজ এলাকায় যোগাযোগ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



