নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে শনিবার রাতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভিন্ন কারখানায় সরবরাহ করা হয় এমন গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় পৌঁছলে রাত পৌনে ৯টার দিকে চলন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। পরে চালক কাভার্ডভ্যানটি থামিয়ে দেন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কাভার্ডভ্যানের উপরের এবং বাম পাশের অংশ ছিড়ে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, ওই কাভার্ডভ্যানে অন্তত দেড়’শ গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিলিন্ডারে আঘাত লেগে বা বৈদুতিক খুঁটির সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।