নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে খায়রুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত খায়রুল ওই এলাকার মৃত মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম সম্প্রতি তাঁর মা ও বোনের অংশের জমি বিক্রি করেন। এ নিয়ে বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি লাইজুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে খায়রুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমি মাপজোক করতে গেলে বোন ও ভগ্নিপতি বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন খায়রুল ইসলাম। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।