নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কালিয়াকৈর উপজেলার উত্তর মৌচাক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মোছা. নাসিমা বেগম (৪৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার নাজিরহাট এলাকার মৃত আলী আহম্মেদের মেয়ে এবং মো. ফারুক হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার উত্তর মৌচাক এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসিমা বেগম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। তার সহযোগী হিসেবে আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের শনাক্তে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।