নিজস্ব প্রতোবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে তা বাস্তবায়নের নির্দেশনা দিতে হবে। পাশাপাশি উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনের দাবি জানান তারা।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর আহ্বান জানান বক্তারা।
এসময় তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহণে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বর্তমান সরকারের ‘জুলুম-নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার’ বিচার দৃশ্যমান করার আহ্বান জানান নেতারা। বক্তারা আরও দাবি করেন, ‘স্বৈরাচারী সরকারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, পৌর আমীর ডা. আনিসুজ্জামান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।