আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া-তুর্কি চলমান সঙ্ঘাতের মধ্যে এবার ইদলিবে দামেস্কের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আঙ্কারা। রোববার (১ মার্চ) তুর্কি সেনাবিহীর গুলিতে এ বিমান বিধ্বস্ত হয় বলে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে। তবে তুরস্কের এ দাবি অস্বীকার করে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে সিরিয়া।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্ক কর্তৃক সিরিয়ার বিমান বিধ্বস্তের খবরের পর দামেস্কো তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এদিকে হারেৎজের খবরে বলা হয়েছে, ইদলিবে দুটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত হয়েছে। তুরস্ক দাবি করেছে দুটি বিমানই সিরিয়ার এবং সেগুলো তুর্কি সেনাদের গুলিতে ভূপাতিত হয়েছে। তবে সিরিয়ার সিরিয়ান আরব নিউজ (সানা) জানিয়েছে, তুরস্কের এই দাবি অস্বীকার করেছে সিরিয়া। সানার খবরে বলা হয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে সেটি তুর্কি ড্রোন। ইদলিবের সারাকিব শহরের ওপর সেটি বিধ্বস্ত হয়।
সানার এ খবরের এক ঘণ্টা পর তুর্কি কর্তৃপক্ষ দাবি করে, ইদলিবে সিরিয়ার দুইটি বিমানকে লক্ষ্য করে গুলি চালায় তুর্কি বাহিনী। বিমান দুইটির পাইলন প্যারাসুট ব্যবহার করে নিরাপদে নেমে আসে। খবরে বলা হয়েছে, দুই পক্ষের এমন দাবির পর সিরিয়ার কর্তৃপক্ষ ওই এলাকায় সব ধরণের বিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ করে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান। এরদোগান শনিবার আঙ্কারায় এক বক্তব্যে দাবি করেন, রাশিয়া সিরিয়ার ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায়।
তিনি আরও দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই; বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র। কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।