এম আব্দুল মান্নান: ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা শাখার কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নাজমুল কবির পিয়াস এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদুল ইসলাম।
গ্ৰীন ভয়েসের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আসাদুজ্জামান আরিফ,জাকারিয়া হোসেন বাঁধন, সোহানুর রহমান পোদ্দার,ধনেশ কৃষ্ণ, মোশাররফ মিয়াঁ, বিপুল মিয়া বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া , নাঈমুর রহমান নিশাত, সেলিম মিয়া, শেখর রায় পল্লব, আশিকুর রহমান, স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সজল পোদ্দার, প্রচার সম্পাদক রোহান পোদ্দার, দপ্তর সম্পাদক মেহেদী পোদ্দার, কোষাধ্যক্ষ জীবন মিয়া, আইন বিষয়ক সম্পাদক আবির রাজ, সমাজ কল্যান সম্পাদক লিমন মিয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজ আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিমুল পোদ্দার, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক পলাশ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহীন আলম, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ হাসান, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন এবং কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাসেল মিয়া, লাহাবিব লেবু, আশিকুর রহমান , আশিক মিয়া, বাহাদুর ইসলাম, সঞ্জয় কুমার ।
গ্রীন ভয়েস, ফুলবাড়ী উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকবেন আহমেদ আলী পোদ্দার রতন,(সাধারণ সম্পাদক,ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ), মোঃ আমিনুল ইসলাম রিজু, (অধ্যক্ষ, ফুলবাড়ী ডিগ্রী কলেজ), মোঃ তহিদুল হক পোদ্দার ( সহকারী শিক্ষক, শাহবাজার উচ্চ বিদ্যালয়), মোঃ আবু বকর সিদ্দিক মিলন (সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা যুবলীগ), মোঃ আতাউর রহমান (সহকারী শিক্ষক, বালার আদর্শ স্কুল ও কলেজ)।
নব গঠিত কমিটির সভাপতি নাজমুল কবির পিয়াস জানান,গ্ৰীন ভয়েস ফুলবাড়ী উপজেলার শাখার হাত ধরে ফুলবাড়ী উপজেলার দূষণমুক্ত পরিবেশ ও দখলমুক্ত নদী এবং সবুজ পৃথিবী বিনির্মাণে সোচ্চার হবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবির জানান, কমিটিতে যারা এসেছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সবুজ-শ্যামল এবং দূষণমুক্ত একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রীন ভয়েস সামাজিক এবং মানবিক কর্মকান্ডকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এই অগ্রযাত্রায় গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখা সুনামের সঙ্গে সামনের দিনগুলোতে কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। সকলের জন্য শুভ কামনা রইলো।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel