চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩২), উখিয়ার বাসিন্দা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েকজনের একটি সশস্ত্র ডাকাতদল মহাসড়কে ওৎ পেতে রশির ফাঁদের ব্যারিকেড তৈরি করে মোটরসাইকেল থামায়। এরপর আরোহীদেরকে বেধড়ক পিটিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “দুর্বৃত্তদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।