Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বাকলিয়ায় নির্মণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের দুদিনের মাথায় এবার এস আলম রিফাইন্ড সুগার মিল নামের একটি চিনি কলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, সাড়ে ৩টার দিকে এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ছুটে গেছে ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত ১০টি ইউনিট সেখানে কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।