জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। সোমবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ৫ জন মারা যান।
তারা হচ্ছেন- মতলব উত্তরের কালিকাপুর গ্রামের বৃদ্ধ জয়নাল আবেদীন (৮২)। তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ফরিদগঞ্জের গুপ্টি গ্রামের স্বর্ণ ব্যবসায়ী রনি গুপ্ত (৩২), শাহরাস্তি উপজেলা ভূমি কার্যালয়ের সহায়ক আব্দুস সালাম (৫০), হাজীগঞ্জের পাতানিশ গ্রামের কৃষক খোরশেদ আলম এবং একই উপজেলার খলাপাড়া গ্রামের জামাল পাটোয়ারী (৫৮)।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, সর্দি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এই ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, চাঁদপুরে সোমবার পর্যন্ত করোনা পজিটিভ নিয়ে আক্রান্ত হয়েছে ৪ শ’ ৬৪ জন। এরমধ্যে মারা গেছেন ৩৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ৬০ জন মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।