জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মহানগরে কর্মরত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে যাতায়াত সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরের ১৬ থানার ওসিকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।
মঙ্গলবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএমপির এডিসি (মিডিয়া) আবু বক্কর সিদ্দিকী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুস্বাস্থ্য ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, সিএমপি’র হটলাইন (০১৪০০৪০০৪০০) নম্বরে কল দিয়ে যেকোনো সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা যানবাহন সুবিধা নিতে পারবেন। হটলাইনে কল আসার পর বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিদের জানিয়ে দেয়া হবে। এরপর তারা বাকি ব্যবস্থা নেবেন।
এডিসি আবু বক্কর বলেন, এ সেবার মাধ্যমে পুলিশ, চিকিৎসক এবং মানুষের মাঝে এক নতুন বন্ধন সৃষ্টি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।