জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ায় লকডাউন চলাকালে সেখানকার প্রবাসীদের গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে আল জাজিরায় বক্তব্য দেওয়ায় বাংলাদেশের এক যুবককে মোস্ট ওয়ান্টেড ঘোষণার পর গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।
৩ জুলাই আল জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকআপ ইন মালয়েশিয়ান লকডাউন’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে তরুণ রায়হান কবির বাংলাদেশিদের ওপর নিপীড়নের প্রতিবাদ করেন।
আল জাজিরার সেই প্রতিবেদন দেখে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মালয়েশিয়া সরকার। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে মালয়েশিয়ান পুলিশ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় গ্রেপ্তার মো. রায়হান কবির নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকার শাহ্ আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর হান্নার সরকার জানান, রায়হানের বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন। ২০১৪ সালে সরকারি তোলারাম কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাস করে মালয়েশিয়া চলে যান রায়হান। সেখানেই স্মাতক পাস করেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি দেশ রূপান্তরকে জানান, রায়হান মালয়েশিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর মালয়েশিয়া আওয়ামী লীগের একটি অংশের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি।
নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরাও শুনেছি সে বন্দরের শাহী মসজিদ এলাকার বাসিন্দা। এ বিষয়ে খোঁজ নিতে পুলিশ পাঠানো হয়েছে ওই এলাকায়। এই ঘটনায় আমাদের কাছে রায়হান কবিরের পরিবারের কেউ আসেন নাই বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।
এদিকে মালয়েশিয়ায় প্রবাসীদের ওপর নিপীড়ন নিয়ে আলজাজিরায় কথা বলায় গ্রেপ্তার রায়হান কবির নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নিজ এলাকায়ও সবার কাছে প্রতিবাদী তরুণ হিসেবে পরিচিত। যেকোনো বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়েন। অন্যায় দেখলে প্রতিবাদ করেন। এমন নিরপরাধ তরুণকে শুধু সত্য বলার কারণে গ্রেপ্তার হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার বিকেলে সরেজমিনে বন্দর শাহি মসজিদ নুরবাগ এলাকায় গেলে মালয়েশিয়ায় রায়হান কবির গ্রেফতারের খবরে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
তারা রায়হানের পাশে দাঁড়ানোর জন্য দেশের মানুষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রায়হানদের প্রতিবেশী রাজু আহমেদ বলেন, ছোটবেলা থেকেই রায়হান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলো। সে খুবই ভালো ছেলে। সে আমাদের এলাকার গর্ব। টেলিভিশনে মালয়েশিয়ায় ওর গ্রেপ্তারের খবর দেখার পর থেকে খুব খারাপ লাগছে। মানুষের বিপদ আপদে রায়হান সবসময় এগিয়ে আসত। কেউ পড়াশোনা করতে পারছে না, তাকে নিজের বই দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করত। এলাকায় মাদক ও অন্যায় কোনো কিছু হলেই প্রতিবাদ করত।
নুরবাগ এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন বলেন, রায়হান খুব ভালো ছেলে। কোনো নেশা, আড্ডায় নেই। ও ছোটবেলা থেকেই এলাকার সবার জন্য কাঁদে। সবার বিপদে আপদে পাশে থেকেছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত এমন একটি নিরপরাধ ছেলের পাশে দাঁড়িয়ে তাকে ছাড়াতে উদ্যোগ নেয়া।
এদিকে শুক্রবার গ্রেপ্তারের পর থেকে নারায়ণগঞ্জের বন্দর থানার শাহী মসজিদ এলাকায় রায়হানের বাড়িতে চলছে কান্নার রোল। তার বাবা শাহ আলম ও মা রাজিয়া খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, মানুষের দুঃখ কষ্ট ও নির্যাতনের বিরুদ্ধে ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিলো আমাদের ছেলে। সে মালয়েশিয়ার প্রবাসীদের পক্ষে কথা বলে গ্রেপ্তার হয়েছে। আমি আমার ছেলেকে ফেরত চাই।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন বলেন, বিষয়টি (রায়হানের গ্রেপ্তার) আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। সূত্র : দেশ রুপান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।