জুমবাংলা ডেস্ক : সপ্তমবারের মতো দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে উঠল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
আজ (১৮ নভেম্বর) ৬টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।
এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী ১২ সংগঠনগুলোকে এক নজর দেখে নেওয়া যাক।
সোস্যাল ইনক্লুশন বা সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে দুটি সংগঠন : ‘উইমেনস ড্রিমার ক্রিকেট একাডেমি’ এবং ‘স্বপ্ন : এক চিলতে হাসির জন্য’।
দক্ষতা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে দুটি সংগঠন : ‘ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন’ এবং ‘এফএপিএ বাংলাদেশ’।
উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে দুটি সংগঠন : ‘ক্লিয়ার কনসেপ্ট’ এবং ‘টিম অ্যাটলাস’।
সমাজের উন্নয়ন ক্যাটাগরিতে দুটি সংগঠন : ‘নুপম ফাউন্ডেশন’ এবং ‘আলট্রাস্টিক পিউপিলস ইয়ুথ অর্গানাইজেশন (এপিওয়াইও)’।
জলবায়ু ও পরিবেশ সুরক্ষা ও সচেতনতা সৃষ্টি ক্যাটাগরিতে ২টি সংগঠন : ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি)’ এবং ‘ইকো-নেটওয়ার্ক গ্লোবাল’।
শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে ২টি সংগঠন : ‘অভিনন্দন ফাউন্ডেশন’ এবং ‘টঙ্গের গান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।