নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
মৃত ওই কিশোরীর নাম তারামনি (১৪)। সে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। তারামনি টঙ্গীর মরকুন কবরস্থান এলাকার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত দেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.