
এর আগে রাজধানীর গুলশানের নিকেতন ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র্যাব। এ সময় শামীম দেহরক্ষীদের নিয়ে তাঁর কার্যালয়ে অবস্থান করছিলেন।
এর আগে গত বুধবার যুবলীগের আরেক প্রভাবশালী নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছিল র্যাব। বর্তমানে খালেদ ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।
দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্মের দায়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ হারানো পর প্রধানমন্ত্রী যুবলীগের কয়েকজন নেতার দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে কথা বলেন। প্রধানমন্ত্রী যুবলীগের ভেতরেও শুদ্ধি অভিযান পরিচালনার ইঙ্গিত দেন।
এরই পরিপ্রেক্ষিতে র্যাব যুবলীগের কয়েকজন নেতার কার্যালয় ও বাসভবনে অভিযান পরিচালনা করছে।
যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে রাজধানীতে খুন, অপহরণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী র্যাবের এক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


