জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। টিকা নেওয়ার পর তিনি ভালোই আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
শনিবার নগরের সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে সস্ত্রীক গিয়ে টিকা নেন তিনি। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।
বিএনপির নীতিনির্ধারক হিসেবে বিবেচিত নেতাদের মধ্যে ৭২ বছর বয়সী আমীর খসরু মাহমুদ চৌধুরীই প্রথম ভারত থেকে অক্সফোর্ডের এ টিকা নিয়েছেন বলে জানা গেছে।
ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, বিএনপির একজন নেতা যোগাযোগ করে বলেছিলেন সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী স্ত্রীসহ টিকা নিতে আসবেন। দুপুরে উনারা এসেছিলেন। এরপর তাদের টিকা দেওয়া হয়। আমরা উনাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছি।
টিকা নেওয়ার পর শারীরিক অবস্থা জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভালোই আছি। এখন পর্যন্ত শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। শুনেছি রাতে একটু জ্বর আসে ও শরীর ব্যথা হয়। আমার এখনও তেমন কিছু হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।