জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত নতুন উপ-পুলিশ কমিশনার হলেন- মোঃ ওয়ালিদ হোসেন। ওয়ালিদ ইতোপূর্বে ডিএমপির প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত ছিলেন।
সোমবার (১৮ মে) ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিপিএম(বার) স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে ওয়ালিদকে মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব দেয়া হয়।
একই আদেশে ডিএমপিতে যোগদানকৃত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদকে প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


