আন্তর্জাতিক ডেস্ক : বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির স্থান দখল করে নিয়েছেন ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি। ফোর্বস বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গেছে, গৌতম আদানি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে এখন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।
এতোদিন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি ছিলেন মার্কিন ধনকুবের বিল গেটস। কিন্তু অতি সম্প্রতি তিনি তার সম্পত্তি জনকল্যাণমূলক কাজে দান করার ঘোষণা দেন। আর এই সম্পদ দানের ফলে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় পিছিয়ে পড়লেন তিনি।
ওই দানের পর ১০২ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিল গেটস এখন তালিকায় পঞ্চম স্থান অধিকার করছেন। অন্যদিকে, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি মোট ১১৩ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বিল গেটস ঘোষণা করেন, নিজের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে তিনি আরো ২০ বিলিয়ন (দুই হাজার কোটি) ডলার অনুদান দেবেন। ভবিষ্যতে আরো সম্পদ দান করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান যে, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তিনি আর থাকতে চান না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।