পিরোজপুরের কাউখালীতে নজরুল ইসলাম (৫৬) নামে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ।

বুধবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগংগা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে নৌ পুলিশ ওই স্থানে গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিখোঁজ জেলের বাড়ি কাউখালী উপজেলার পার্শ্ববর্তী নেছারাবাদ থানার সেহাঙ্গল গ্রামের শাজাহান হোসেনের ছেলে নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত সোমবার ১৫ সেপ্টেম্বর বিকালে সন্ধ্যা নদীতে ওই জেলে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরত আসেনি।
এ ব্যাপারে কাউখালীতে কর্মরত নৌ পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ জানান, এক জেলের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মৃত্যু জেলের লাশ কালিগঞ্জ নদীর চর থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ডিসি স্যারের আদেশক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‘শাহরুখ খানের জন্য আমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছিল’— সোহা আলী
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মান জানান, নিখোঁজ জেলের লাশ বুধবার উপজেলার কালিগঙ্গা নদীর চর থেকে উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।