জুমবাংলা ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষ্যে বাগেরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ।
বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ উপলক্ষ্যে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলার মাধ্যমিক ও সমমানের ৩০টি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৭টি ইউনিয়নের ৮০ জন প্রশিক্ষিত দুস্থ নারীকে সেলাই মেশিন ও সহস্রাধিক মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাফফারা তাসনীন, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি তানজীল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


