নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মহান বিজয় দিবসের ছুটি শনিবার (১৬ ডিসেম্বর) এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার (১৫ ডিসেম্বর) পাশাপাশি হওয়ায় টানা দুটি দুই দিনের ছুটি মিলেছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের। এই সুযোগে অনেকে গ্রামে বাড়ি বা আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে ঢাকা ছাড়ছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গাজীপুর চান্দনা চৌরাস্তা, কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘুরে দেখা যায়, বাসের টিকেট কাউন্টার ও বাসস্ট্যান্ডে বাড়িফেরা মানুষের ভিড়।
দুই দিনের ছুটির সঙ্গে অনেকে দু-একদিন ছুটি নিয়ে যেন ঈদের আনন্দে বাড়ি ফিরছে। এ যেন ঈদের আমেজ। এ সকল মানুষের মধ্যে কারখানা শ্রমিকদের সংখ্যাই বেশি।
আব্দুস সাত্তার নামে এক কারখানা শ্রমিক বলেন, ‘আগামীকাল শুক্রবার, পরের দিন বিজয় দিবস। এ জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার মতো অনেকে বাড়িতে যাচ্ছে। এ জন্যই রাস্তায় গাড়ি ও মানুষ বেশি।’
পোশাক কারখানার শ্রমিক লাবিব উদ্দিন বলেন, ‘দুই দিন ছুটি পেয়েছি। সঙ্গে এক দিন ছুটি নিয়ে পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। গ্রামে বাড়িতে শীতকালীন পিঠার আয়োজন হবে, এ জন্য যাচ্ছি।’
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন জানান, দুই দিন ছুটি থাকায় অনেক মানুষ গ্রামে যাচ্ছে। এ জন্য রাস্তায় গাড়ির চাপ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।