জুমবাংলা ডেস্ক : ফেনী শহরের ট্রাঙ্ক রোড জিরোপয়েন্ট এলাকায় স্থাপিত দৃষ্টিনন্দন ‘দোয়েল ভাস্কর্য’ দেখতে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পথচারীরা দোয়েল চত্বরে এসে ছবি তুলছেন। অনেকেই ভিডিও করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেে ছড়িয়ে পড়ছে সেসব ছবি ও ভিডিও।
ফেনী পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, শহরকে নান্দনিক রূপ দেওয়ার কর্মসূচি হিসেবে দোয়েল চত্বরকে নতুন এই রূপ দেওয়া হয়েছে। এছাড়াও দোয়েল চত্বরের পাশে আল্লাহু লেখা একটি টাইম টাওয়ার স্থাপন করা হয়।
মেয়র জানান, শুক্রবার রাতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টাওয়ার ও চত্বরের উদ্বোধন করেন।
উদ্বোধনের পরপরই উৎসুক জনতা ও সাধারণ মানুষ আল্লাহ টাওয়ার ও দোয়েল চত্বরে সেলফি তুলতে ভিড় করেন। একপর্যায়ে পুরো ট্রাংক রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌরসভার অর্থায়নে জিরোপয়েন্ট এলাকায় আল্লাহর নাম লেখা ওয়াচ টাওয়ারে ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে। এছাড়া দোয়েল চত্বরকে আরও নান্দনিক করে সংস্কার করা হয়েছে। এ দুটি স্থাপনা নির্মাণ করতে ১৫ লাখ টাকার মত অর্থ ব্যয় হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



