জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীর পানিতে নিখোঁজ দুই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি রায়পুর ডাকাতিয়া নদীর দক্ষিণ চরবংশী এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ্ মিন্টু ফরাজি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে দুপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে কলাগাছের ভেলায় চড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির ছাত্রী হালিমা আক্তার (১৩) ও শিশু শ্রেণির ছাত্রী লামিয়া আক্তারের (৫)।
আবু সালেহ জানান, পরে ডুবুরি দল এসে তাদের মৃতদেহ উদ্বার করে। হালিমা আক্তার উপজেলার উত্তর চরবংশী ইউপির চরলক্ষ্মী গ্রামের হারুন সরদারের মেয়ে ও জনতা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। লামিয়া তার প্রতিবেশি আব্দুল কাদের আখনের মেয়ে ও শিশু শ্রেণির ছাত্রী ছিল।
হাজিমারা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, শিশু দুইটির মৃতদেহ উদ্ধার করে অভিভাবকের সম্মতিতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।