Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
জাতীয় শিক্ষা

নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

Bhuiyan Md TomalNovember 14, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করারও পরামর্শ দেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নবনিযুক্ত শিক্ষকদের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিইউপির ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ইউজিসি ভবনে মঙ্গলবার এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিইউপি’র অফিস অব দ্যা ইভালুয়েশন অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম।

নবীন শিক্ষকদের উদ্দেশ্যে প্রফেসর আলমগীর বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিজেদের সমাধান করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় আসতে হলে মানসিকভাবে তৈরি হতে হবে। নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষকতা পেশা ও গবেষণা উপভোগ করতে হবে। জ্ঞান অন্বেষণে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। একইসঙ্গে যুগের চাহিদা অনুযায়ী যোগ্যতা ও দক্ষতা এবং নেতৃত্ব গুণাবলি অর্জন করতে হবে।

প্রফেসর আলমগীর বলেন, নবীন শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট গড়ে তুলতে ইউজিসি কাজ করছে। এর আওতায় দ্রুত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, নবীন শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দানের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এছাড়া, নবীন শিক্ষকরা ঢাকা শহরের নানা ধরণের নাগরিক সমস্যা গবেষণার মাধ্যমে সমাধানের পথ বের করতে পারেন বলে তিনি অভিমত প্রকাশ করেন। এছাড়া, মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানান।

ড. ফেরদৌস জামান বলেন, বিইউপি নবীন শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে অনন্য নজির স্থাপন করছে। এর সুফল বিইউপি পেতে শুরু করেছে এবং প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। নবীন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি বিইউপি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। তিনি নবীন শিক্ষকদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ করে গড়ে তোলা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিইউপি’র ১০ম ব্যাচের ৪৭ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।

শীতের আগমনে রাখাইন নারী তাঁতিদের কর্মব্যস্ততা শুরু

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আহ্বান ইউজিসি গবেষণামুখী চেয়ারম্যানের নবীন শিক্ষকদের শিক্ষা হওয়ার
Related Posts
ইনকিলাব মঞ্চ

হাদির খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে : ইনকিলাব মঞ্চ

December 26, 2025
অ্যাডভেঞ্চার-৯

দুই লঞ্চের সংঘর্ষ : অ্যাডভেঞ্চার-৯ এর রুট পারমিট বাতিল

December 26, 2025
হাদি হত্যা

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

December 26, 2025
Latest News
ইনকিলাব মঞ্চ

হাদির খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে : ইনকিলাব মঞ্চ

অ্যাডভেঞ্চার-৯

দুই লঞ্চের সংঘর্ষ : অ্যাডভেঞ্চার-৯ এর রুট পারমিট বাতিল

হাদি হত্যা

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

গুলিস্তান

গুলিস্তানে শপিং কমপ্লেক্সের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

BNP

নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

Postal

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

ভর্তি পরীক্ষা

জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার

BD

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.