জুমবাংলা ডেস্ক : রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। তাদের চট্টগ্রামের স্থানীয় পুলিশ শুক্রবার (১ এপ্রিল) রাতে আটক করেছে বলে খিলক্ষেত থানা পুলিশ সূত্রে জানা গেছে। আটকরা হলেন— কাভার্ডভ্যান চালক মো. সাইফুল ইসলাম ও তার সহকারী মশিউর রহমান।
শুক্রবার (১ এপ্রিল) রাতে খিলক্ষেত থানায় উপ-পরিদর্শক সজল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার পর ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে মিম ও তার স্কুটির পাশ দিয়ে দ্রুতগতিতে একটি কাভার্ডভ্যানকে চলে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কাভার্ডভ্যানটি মিমের স্কুটিকে ধাক্কা দেওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটে। আমাদেরকে আজ রাতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। আমাদের একটি টিম তাদের ঢাকায় আনতে রওনা হয়েছে।
আগামীকাল (শনিবার) সকালে আটকদের ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো যাবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহত হন। তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, মিম স্কুটি চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, বাস-ট্রাক কিংবা অন্য কোনো গাড়ি মিমের স্কুটিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।