স্পোর্টস ডেস্ক : আইসিসি-র এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। নিজের অবস্থান ধরে রাখতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে তার দু’টি অর্ধশতরান খুবই কাজে দিয়েছে। ফলে আইসিসি-র এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে অসুবিধা হল না তাঁর।
এদিকে, আইসিসি-র এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে অসুবিধা হল না তাঁর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে কোহলী তিন ম্যাচ মিলিয়ে ১১৬ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়ে যান। প্রথম ম্যাচে ৫১ এবং তৃতীয় ম্যাচে ৬৫ রান করেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে সব থেকে বেশি রান শিখর ধবনের। তিনি তিন ম্যাচে ১৬৯ রান করেছেন। ক্রমতালিকায় তিনি ১৫ নম্বর স্থান। শীর্ষ স্থানে পাকিস্তানের বাবর আজম।
প্রথম পাঁচে ঢুকে পড়েছেন কুইন্টন ডি’কক। ২০১৯ বিশ্বকাপের পর প্রথম বার প্রথম পাঁচে ঢুকলেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজে ২২৯ রান করেছেন। শেষ ম্যাচে ১২৪ রান করেন। সিরিজের সেরাও হয়েছেন। দক্ষিণ আফ্রিকার আর এক ক্রিকেটার রাসি ভ্যান ডার ডুসেন ভারত সিরিজে ২১৮ রান করেছেন। তিনি ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে চলে এলেন।
আইসিসি-র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে নেই কোহলি, অধিনায়ক বাবর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।