নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে গম সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান এবং খাদ্য গুদাম পরির্দশক শাহ্ মো. শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি। প্রথম দিনে দু’জন কৃষকের কাছ থেকে ২ মেট্রিক টন গম সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, ১৫ এপ্রিল থেকে শুরু করে ৩০ জুন পর্যন্ত সংগ্রহ কর্মসূচি চলবে। ২৮ টাকা কেজি দরে কৃষকরা গুদামে গম দিতে পারবেন।
তিনি আরও জানান, জেলার ছয়টি উপজেলায় ১০৯৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে এবারের (২০২০) মৌসুমে। এরমধ্যে সদরে ৪৪২ মেট্রিক টন, সৈয়দপুরে ৬৪ মেট্রিক টন, ডোমারে ২১১ মেট্রিক টন, জলঢাকায় ১৫৪ মেট্রিক টন, ডিমলায় ১৭৪ মেট্রিক টন এবং কিশোরগঞ্জে ৫১ মেট্রিক টন সংগ্রহ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।