নীলফামারী প্রতিনিধি: নীলফামারী শহরের ৪০টি দরিদ্র পরিবারের মাঝে একটি করে বকনা গরু দিয়েছে ওয়ার্ল্ড ভিশন।
রবিবার দুপুরে পুর্ব কুখাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সুবিধাভোগীদের মাঝে এসব গরু বিতরণ করেন সংস্থার কান্ট্রি পোর্টফলিও ম্যানেজার আমান্ডা ওয়েভার।
এ সময় নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়, নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, সাংবাদিক নুর আলম বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ব্যবস্থাপক অরবিন্দ সিলভেস্টার গমেজ।
অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, দারিদ্র বিমোচন ও হতদরিদ্র পরিবারের উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রকল্প এলাকায়। পৌরসভা ছাড়াও তিনটি ইউনিয়নে দুই’শ জনের মাঝে এবারে গরু বিতরণ করা হচ্ছে।
হতদরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো এবং তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে এই উদ্যোগ কাজ করবে পরিবারগুলোতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।