কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে প্রণোদনা ও শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার দাবীতে আজ মানববন্ধন করেছে কিন্ডার গার্টেনের শিক্ষকরা।
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার ৬০টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মিলেনিয়াম স্টারস একাডেমির পরিচালক আব্দুর রউফ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পাবলিক স্কুলের অধ্যক্ষ ফেরদৌস আলম, আহম্মেদ হোসেন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মতুর্জা হোসেন, সানরাইজ কেজি স্কুলের প্রধান শিক্ষক আঃ মতিন প্রমুখ। এ মানববন্ধনে সহমত প্রকাশ করে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলার রহমান, সমাজসেবক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাহিত্য শিক্ষা পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম আল আজাদ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।