আজ ৫ ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও শান্তিতে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলার মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে মানবতা এই মহান নেতাকে হারায়।

ম্যান্ডেলা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এম্ভেজে গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণবাদবিরোধী সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন শ্বেতাঙ্গ শাসকগোষ্ঠী তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘ ২৭ বছরের কারাজীবনের মধ্যে ১৮ বছরই তাঁকে কাটাতে হয়েছিল কুখ্যাত রোবেন দ্বীপের নির্জন সেলে। তাঁর অবিচল নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং বহুবর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
তাঁর অবদানকে সম্মান জানিয়ে জাতিসংঘ তাঁর জন্মদিন ১৮ জুলাইকে ‘ম্যান্ডেলা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। মানবাধিকার রক্ষায় অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ ২০১৪ সাল থেকে ‘নেলসন ম্যান্ডেলা পুরস্কার’ চালু করে। পরিশেষে শান্তির প্রতীক এই নেতা ১৯৯৩ সালে ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
দীর্ঘ সংগ্রামী জীবনে ম্যান্ডেলা তাঁর অসাধারণ প্রজ্ঞা ও বিশ্বাস থেকে অসংখ্য অনুপ্রেরণামূলক বাণী রেখে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ১০ উক্তি:
১.বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় আবার অন্যদের গড়ে তোলে। যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে, তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই; আশার মতো অস্ত্র যার কাছে আছে, সে শেষ পর্যন্ত টিকে থাকবে।
২.কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময়ই অসম্ভব মনে হয়।
৩.স্বাধীন মনের অধিকারী বন্ধুদের আমি পছন্দ করি। কারণ, তারা বিভিন্ন সমস্যাকে সব রকমের দৃষ্টিকোণ থেকে দেখতে আপনাকে সহায়তা করে।
৪.একটি ভালো মস্তিষ্ক এবং একটি ভালো হৃদয় সব সময়ই একটি দুর্দান্ত সম্মিলন।
৫.প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।
৬.বিশ্বকে বদলে দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রটি আপনি ব্যবহার করতে পারেন, তার নাম শিক্ষা।
৭.আমি শিখেছি, উৎসাহ মানে ভয়ের অনুপস্থিতি নয় বরং ভয়ের বিরুদ্ধে জয়। সাহসী ব্যক্তি তিনি নন, যিনি ভয় পান না; বরং তিনিই সাহসী, যিনি ভয়কে জয় করেন।
৮.মুক্তি মানে কেবল একজনের শৃঙ্খল ছুড়ে ফেলা নয়, বরং অন্যদের সম্মান ও মুক্তি নিশ্চিত করে, এমন জীবনযাপন।
৯.পেছন থেকে নেতৃত্ব দিন এবং অন্যদের ভাবতে দিন যে তারাই সামনে রয়েছে।
১০.আমার সাফল্য দিয়ে আমাকে বিচার করবেন না, আমাকে বিচার করুন কতবার আমি ব্যর্থ হয়েছিলাম এবং আবার উঠে দাঁড়িয়েছিলাম তা দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



