Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মমিন হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের মাঝ পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে আনলে ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনে নেন।
জেলে মমিন হালদার বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে নদীতে জাল ফেললে রাত ১টা ৩০ মিনিটে বিশাল আকারের বাঘাইড় মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী সোহেলের কাছে মাছটি বিক্রি করেছি।
মৎস্য ব্যবসায়ী সোহেল বলেন, মমিন হালদারের জালে ধরা পড়া বিশালাকৃতির বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে ৪৮ হাজার ৩০০ টাকায় কিনি। পরে ১ হাজার ১৫০ টাকা কেজিতে ৫২ হাজার ৯০০ টাকায় বিক্রি করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।