জুমবাংলা ডেস্ক : যাত্রীদের সহযোগিতায় ছিনতাই চক্রের ৫ নারী সদস্যকে ধরে গাড়িসহ থানায় হাজির হন সাহিদা বেগম নামে এক ভুক্তভোগী নারী। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানায় এই ঘটনা ঘটে। আশুলিয়ার জামগড়ায় চলন্ত লেগুনায় ছিনতাইয়ের কবলে পড়েন সাহিদা বেগম।
ছিনতাই চক্রের সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মোসা. লাল চাঁন (২০), তাসলিমা আক্তার (৪৫), নাসিমা আক্তার (২৪), জরিনা আক্তার (৩৫) ও হবিগঞ্জের মাদবপুর থানার সেবিনা আক্তার (৩৫)। বর্তমানে তাঁরা গাবতলী এলাকার বস্তিতে বসবাস করেন।
ভুক্তভোগী নারী সাহিদা জানান, তিনি আশুলিয়ার গুমাইল এলাকায় বসবাস করেন। সকালে আশুলিয়ার নরসিংহপুর থেকে বাইপাইলের উদ্দেশে লেগুনায় ওঠেন। পরের স্ট্যান্ড থেকে অভিযুক্ত ৫ নারী লেগুনায় ওঠেন। জামগড়ায় পৌঁছালে তাঁরা সাহিদা বেগমকে ঘিরে ধরে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে অন্য যাত্রীদের সহযোগিতায় তাদের আটক করে। পরে লেগুনাটি নিয়ে সরাসরি আশুলিয়া থানায় চলে আসেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাঁদের দুপুরে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। তাঁরা মূলত ছিনতাইকারী চক্রের সদস্য। কখনো যাত্রী বেশে বা পথচারীর বেশে কৌশলে মালামাল হাতিয়ে নেন তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।