Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় পাচারের শিকার ১৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার আলোস্টারের কুলিমে তামান নামক এলাকার একটি ঘর থেকে বন্দি অবস্থায় উদ্ধার করা হয় তাদের।
দেশটির প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৩ বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের আরও ১৫ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটকরা করা না গেলোও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এসব অভিবাসন প্রত্যাশীদের অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।