জুমবাংলা ডেস্ক : পাবনা সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া বারোয়ারী কালী মন্দিরের চারটি প্রতিমার মাথা ভেঙেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে পুজারিরা গিয়ে বিষয়টি দেখতে পান।
স্থানীয় বাসিন্দা বাবুল চন্দ্র জানান, শুক্রবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দেখেন কালী, নাগিনী, যোগিনী ও শিবসহ চারটি প্রতিমার মাথা ভাঙা। পরে তিনি তাদের সম্প্রদায়ের অন্যদের জানান।
সুজানগর উপজেলার মিস্ত্রিপাড়া বারোয়ারী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বলেন, প্রায় দুইশ’ বছর ধরে বংশ পরম্পরায় তারা এই মন্দিরে পূজা করছেন। স্থানীয় সব সম্প্রদায়ের লাকজন তাদের কখনও অসহযোগিতা করেননি। কারও সাথে মন্দির পরিচালনা কমিটির কোন বিরোধও নেই। ঘটনাটি কারা ঘটিয়েছেন তা তারা নিশ্চিত নন।
সুজানগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো বলেন, শুক্রবার ভোররাতের দিকে মাদকাসক্তরা মন্দিরের এ প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে।
পাবনা জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজয় কুমার দাস বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরণের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, এরই মধ্যে মন্দির পরিচালনা কমিটিকে জানানো হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের চারটি প্রতিমা নতুন করে গড়ে দেয়া হবে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর শুক্রবার বিকেলে অজ্ঞতানামাদের আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।