জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো. এনামুল হক (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) মধ্যরাতে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে সাদারপাড়া এলাকার একটি মসজিদের পুকুরে ওজু করতে নামলে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই এলাকার সাদারপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অলি সিকদার পাড়ার মৃত সোলাইমান সওদাগরের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, মসজিদের পুকুরের পানি নিষ্কাশনের জন্য বসানো বৈদ্যুতিক মোটরের কারণে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। ওই পুকুরে বুধবার রাতে ওজু করতে নামলে এনামুল বিদ্যুৎস্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।