আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুনের ঘটনায় হত্যাকারীকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে ফাহিম সালেহর পরিবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কাছে ফাহিমের ‘অশুভ’ খুনিকে খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন। খুনির গ্রেফতার ছাড়া কোনও কথা বা উদ্যোগে তারা শান্তি পাবেন না বলেও জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের শিরোনামে যে অপরাধের কথা উঠে আসছে তা আমরা এখনও মেনে নিতে পারছি না। হত্যাকারীকে গ্রেফতার করা ছাড়া কোনও কথা বা পদক্ষেপ আমাদের মনকে শান্ত করতে পারবে না। এনওয়াইপিডি ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আমাদের আহ্বান, তারা এই নৃশংস অপরাধের সবকিছু উন্মোচন করবেন এবং ফাহিমের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, আপনারা যা পড়ছেন সেগুলোর চেয়ে ফাহিম আরও বেশি কিছু ছিল। সে আরও অনেক বেশি কিছু। তার মেধাবী ও উদ্ভাবনী মন তার গড়ে তোলা পৃথিবীতে অনেককেই সঙ্গী করেছে। সে নিশ্চিত করেছে যেন কেউ পিছিয়ে না থাকে।
উল্লেখ্য, ফাহিম সালেহর জন্ম ১৯৮৬ সালে। তার বাবা সালেহ উদ্দিন চট্টগ্রামের, আর মা নোয়াখালীর মানুষ। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেমে পড়াশোনা করতেন ফাহিম। ২০১৪ সালে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরে যৌথভাবে ‘পাঠাও অ্যাপ’ চালু করে নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করেন। নিহত ফাহিম সালেহ বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও ছাড়াও নাইজেরিয়ায় ‘গোকান্ডা’ নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেন। পেশায় ওয়েবসাইট ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামক একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।