বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সারোয়ার হোসেন বাবু (৪০) নামের এক ফার্মেসি ম্যানেজারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরতর আহত অবস্থায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় এই ঘটনা ঘটে। বকশিবাজার মোড় এর সুবর্ণ ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে শহরের মোহাম্মদ আলী হাসপাতালের কাছে আইএসটি মেইন গেইটে মোটর বাইক আরোহী ৩ যুবক তার পথ রোধ করে তাকে ছুরিকাঘাতে করে তার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় মোটরসাইকেল যোগে দ্রুত চলে যায় ছিনতাইকারীরা।
আহত সারোয়ার হোসেন বাবু শহরের ঠনঠনিয়া এলাকার ডা. মোজাহার হোসেন এর পুত্র। তিনি জানান, তার বাসা ঠনঠনিয়া এলাকায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানীর কাছে তিনি বকশিবাজার মোড়ে সুবর্ণ ফর্মেসীতে ম্যানেজার হিসেবে চাকরী করেন। কাজ শেষে বাসায় ফিরার সময় হাসপাতালের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জমান জানান, বিষয়টি অবগত হয়েছি। দ্রুত ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।