জুমবাংলা ডেস্ক : বগুড়ার মাঝিড়া এলাকায় মাইক্রোবাস চাপায় মামুনুর রশিদ (৪৫) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন৷ নিহত মামুনুর রশিদ নওগাঁর বদলগাজীর আরজি পাঁচঘরিয়া গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে৷ শনিবার (৫ ডিসেম্বর) দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে৷
এলাকাবাসী ও পুলিম সুত্রে জানা যায়, মাঝিড়া সেনানিবাসে কর্পোরাল হিসেবে কর্মরত সেনা কর্পোরাল মামুনুর রশিদ শনিবার সকালে কর্মস্থল মাঝিরা সেনানিবাস থেকে মোটরসাইকেলে নওগাঁর বাড়িতে যাচ্ছিল। সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মামুনুর রশিদ রাস্তায় ছিটকে পড়ে ওই মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠান।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, এ ব্যাপারে নিহতের ভাই আবদুস সালাম দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। মাইক্রোবাসটি শনাক্ত ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।