
জুমবাংলা ডেস্ক: গণপরিবহনে পূর্বের ভাড়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। খবর ইউএনবি’র।
Advertisement
বুধবার সকাল ১১টা থেকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এই অভিযান চালানো হয়।
এ সময় স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৮ জনকে মোট ১৪শ’ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ভাড়া নিয়ে কোনো অভিযোগ না পেলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনিয়ম রয়েছে। বিশেষ করে মাস্ক পরার ক্ষেত্রে অসচেতনতা বেশি। গণপরিবহনে এটি নিশ্চিত করার দায়িত্ব বাস চালক, হেল্পার ও কন্ডাক্টারের।
এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।