স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে র্যাঙ্কিং থেকে শুরু করে শক্তিমত্তার বিচারে বাংলাদেশের থেকে এগিয়ে আছে আফগানিস্তান। পরিসংখ্যানও কথা বলে আফগানদের পক্ষে। এখন পর্যন্ত দুই দলের খেলা ৮ ম্যাচের মধ্যে ৫টিই জিতেছে আফগানিস্তান। বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ৩টি।
আসন্ন এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে ৯ম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। অপরদিকে শনিবার (২৭ আগস্ট) উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ৮ উইকেটে জয় পান রশিদ খানরা।
এদিকে দুবাইতে এশিয়া কাপের জন্য শেষ মুহূর্তে অনুশীলন সারছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। যেখানে রশিদ খানের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচে ফেভারিট কোন দল? জিতবে কারা?
সেখানে ডিপ্লোমেটিক উত্তর দিয়েছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে যে-ই জিতুক, জয় হবে আসলে ক্রিকেটের।’
এমন উত্তর রশিদ যাই দিক না কেন, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উজ্জ্বল এই আফগান ক্রিকেটার। ৮ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৪ উইকেট। তাও মাত্র ১০ গড়ে। যেখানে ইকোনমি রেটও ছয়ের নিচে।
কেবল টি-টোয়েন্টি নয় তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল রশিদ। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলা ১৭ ম্যাচে এই লেগ স্পিনারের শিকার ৪০ উইকেট। গড়ও তিন ফরম্যাট মিলিয়ে মাত্র ১৪.৭৭।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।