Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বাংলাদেশের মুক্তির যাত্রা শুরু হয়েছিল ’৪৭ থেকে: গওহর রিজভী
জাতীয়

বাংলাদেশের মুক্তির যাত্রা শুরু হয়েছিল ’৪৭ থেকে: গওহর রিজভী

জুমবাংলা নিউজ ডেস্কMarch 31, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির যাত্রা শুরু হয়েছিল ১৯৪৭ সাল থেকেই। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার সফল পরিসমাপ্তি ঘটে। সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের ৫০ বছর পূর্তি এবং একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারার বিষয়টি সত্যিই দারুণ আনন্দের।’

স্বাধীনতা প্রাপ্তির ৫০ বছরে বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ে গত ২৮ মার্চ এক ভার্চুয়াল প্যানেল আলোচনায় গওহর রিজভী এসব কথা বলেছেন।

অক্সফোর্ড পলিটিক্যাল রিভিউয়ের (ওপিআর) উদ্যোগে অনুষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ থেকে যুক্তরাজ্য সময় বেলা তিনটা ও বাংলাদেশ সময় রাত আটটায় সম্প্রচারিত হয়।

গওহর রিজভী বলেন, বাংলাদেশ উন্নয়নের ‘টেস্ট কেস’ ছিল। ১৯৭১-৭২ সালে দেশটি বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিল। সেই অবস্থা থেকে উত্তোরণ ঘটিয়ে দেশটি বর্তমানে নিজের দেশের নাগরিকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা বিধান করেছে। পাশাপাশি রপ্তানিমুখী একটি দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর পেছনে বর্তমান সরকারের একটি বড় ভূমিকা রয়েছে।

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠানে গওহর রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন আবুধাবীর জায়েদ ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুল হক খন্দকার এবং ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস মুন্ডাস ফেলো আসিফ বিন আলী।

অধ্যাপক হাবিবুল হক খন্দকার বলেন, ‘পৃথিবীর অল্প কিছু মানুষ একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেখার সুযোগ পেয়েছে। আমি তাদের একজন। একেবারে অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি, দেশের মানুষ নিজেদের অবস্থানে থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছে। তাই আমাদের আন্দোলন প্রাদেশিক স্বায়ত্তশাসনের আন্দোলন থেকে স্বাধীনতার আন্দোলনে রূপ নিয়েছে’।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী যখন নিজ দেশের জনগণের ওপর হামলা শুরু করলো, সেদিনই ছিল পাকিস্তান নামক রাষ্ট্রটির কবর রচনার দিন।

অধ্যাপক হাবিবুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন মানে শুধু জিডিপির উন্নয়ন নয়। একজন নারী যেদিন তার কর্মস্থল থেকে নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন, সেদিনই হবে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন।

আসিফ বিন আলী বলেন, বাংলাদেশের ৫০ বছরের মধ্যে অন্যতম অর্জন হলো মানুষের গড় আয়ু বৃদ্ধি। স্বাধীনতার সময় এ দেশের মানুষের গড় আয়ু ছিল ৪২ বছর। এখন তা দাঁড়িয়েছে ৭২ বছরে। এই ৩০ বছর অতিরিক্ত বেঁচে থাকাটাই আমাদের স্বাধীনতার অন্যতম অর্জন। অন্য এক প্রসঙ্গে তিনি সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্রের ওপর বিধিনিষেধ আরোপের ইতিহাস নতুন কোনো ঘটনা নয়। ১৯৭৫ সালের পর থেকে এটি বাংলাদেশ নামক রাষ্ট্রটির অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম শুধু ১৯৭২-৭৩ সাল পর্যন্তই স্বাধীনতা উপভোগ করেছে। পরবর্তী সময় থেকে সরকারগুলো তাদের নিজেদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে।

আসিফ বলেন, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি অন্যতম বড় হুমকি হলো রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের স্বার্থে গণমাধ্যমের ব্যবহার হওয়া।

আসিফ বিন আলীর সঙ্গে সহমত পোষণ করে গওহর রিজভী বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপক ব্যবহার বন্ধের কথা ভাবছে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এখন করপোরেট এলিটদের হাতে জিম্মি হয়ে আছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফোর্ড পলিটিক্যাল রিভিউ-ওপিআরের কালচার অ্যান্ড আইডিয়া এডিটর সিম্পল রাজরাহ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
Hadi

সিঙ্গাপুরে ওসমান হাদি কেমন আছেন, জানালেন চিকিৎসক

December 17, 2025
যমজ বোন

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

December 17, 2025
আসিফ নজরুল

স্মৃতিসৌধে এলে দেশ গড়ার প্রত্যয় মনে পড়ে : আসিফ নজরুল

December 17, 2025
Latest News
Hadi

সিঙ্গাপুরে ওসমান হাদি কেমন আছেন, জানালেন চিকিৎসক

যমজ বোন

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

আসিফ নজরুল

স্মৃতিসৌধে এলে দেশ গড়ার প্রত্যয় মনে পড়ে : আসিফ নজরুল

বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার

বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলারডুবি নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার

হাদি

হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. আহাদ

চার অধিদপ্তরে নতুন ডিজি

নতুন মহাপরিচালক পেল ৪ অধিদপ্তর

পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

প্রাথমিকের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

জ্বালানি বিপণন ডিপো

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো বিপিসির উদ্বোধন বুধবার

DR

ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.