জুমবাংলা ডেস্ক : বিদেশগামীদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। ২৩ জুলাই থেকে যারা বিদেশে যাবেন তাদেরকে অবশ্যই নির্ধারিত প্রতিষ্ঠান থেকে করোনাভাইরাস পরীক্ষা করে সার্টিফিকেট নিতে হবে। ১২ জুলাই অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য ১৩ জেলায় সিভিল সার্জন অফিস ও ঢাকায় তিনটি প্রতিষ্ঠান নির্ধারণ করে দেয়া হয়েছে।
যেসকল জেলায় সিভিল সার্জন অফিসে নির্ধারিত বুথে বিদেশগামীরা নমুনা দিবেন সেগুলো হল: ১. বরিশাল, ২. চট্টগ্রাম, ৩. কক্সবাজার, ৪. কুমিল্লা, ৫. নারায়নগজ্ঞ, ৬. খুলনা, ৭. কুষ্টিয়া, ৮.ময়মনসিংহ, ৯.বগুড়া, ১০. রাজশাহী, ১১. দিনাজপুর, ১২. রংপুর ও ১৩. সিলেট। এছাড়াও ঢাকা এলাকার বিদেশগামীদের জন্য মহাখালি বাস টার্মিনালের পাশে ঢাকা সিটি করপোরেশন মার্কেটে স্থাপিত বুথে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।
নমুনা দেয়ার পর বুথ থেকেই রিপোর্ট সরবরাহের সময় বলে দেয়া হবে। সেই সময়ে রিপোর্টের প্রিন্ট কপি নিতে পারবেন বিদেশগামীরা। অবশ্যই ফ্লাইটের ২৪ ঘন্টার মধ্যেই রিপোর্ট নিতে হবে।
নমুনা দেয়া ও রিপোর্ট নেয়ার জন্য কিছু নির্দেশনাও দেয়া হয়েছে।
১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।
নমুনা সংগ্রহ করে ১৩ জেলা ও ঢাকার তিনটি নির্ধারিত হাসপাতালে করোনা পরীক্ষা করা হবে। সেগুলো হল:
১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।
৩. কক্সবাজার মেডিকেল কলেজ ( আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)।
৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।
৫. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা।
৬. ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।
৭. ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোশাল মেডিসিন, ঢাকা।
৮. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ।
৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।
১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।